কবিতিকা কথকতা
কবিতিকা কথকতা
বাপ্পা আজিজুল || সোমবার, ৯ মে ২০১৬ - ১০:২২বিকাল
"নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না।"
অশ্লীল সভ্যতা/ হেলাল হাফিজ।
গত তিন দশক
ধরে বহুল আলোচিত-সমালোচিত কবিতাগুলোর
একটি। মাত্র দুটি চরণ কিন্তু কী নেই তাতে?
উঠে এসেছে প্রেম-ভালোবাসা,পাপ-পুণ্য,
মানবিকতা-পাশবিকতা,সভ্যতার উতকর্ষ-
দ্বন্দ্ব,যান্ত্রিকতা আরও কত কী? এই দুই
লাইনের শব্দ গাথুনীকে আমরা কী নামে
ডাকব? এটা কী কবিতা? না ছড়া? না
অন্যকিছু?
কবিতা কী? বিস্তর আলোচনা অবান্তর্।
কবিতা তাই যা উপযুক্ত শব্দের উপযুক্ত
প্রয়োগের মাধ্যমে অন্তরকে আলোড়িত করে।
উৎসারিত হয় হৃদয়ের গভীর তলদেশ থেকে
কিন্তু হয়ে উঠে সার্বজনীন-সাধারণের
অব্যক্ত অনুভূতি। সে খোরাক যদি দু-এক
লাইনেও হয় তবে সেটা কেন কবিতা নয়?!
তাকে অকবিতা বলার অধিকার কার?ছড়া -
সে তো স্বরবৃত্ত ছন্দের দ্রুত শ্বাসের কবিতা।
গান-সে তো আপাদমস্তক কবিতা বৈ কী? ক্ষুদ্র কবিতার এ যোগ আধুনিক কবিতায় নয় সবযুগেই দাপটের সাথে ছিল। হাজার বছরের পুরান চর্যাপদ বা দোহা গান কিম্বা কবিগান, সায়েরদের দু-চার লাইনের পদগুলোকে কী বলবেন? আসুন আমরা কিছু ক্ষুদ্র কবিতার সাথে পরিচিত হই-
এক লাইন বা দুই লাইনের ছন্দবদ্ধ
লেখা। ছড়াই বলতে পারেন। দুই লাইন হলে
অন্ত্যমিল থাকে। উভয় লাইনে মাত্রা সমান।
তিন লাইনের জাপানী ছড়া।
৫,৭,৫মাত্রা ও aba অন্ত্যমিলে হয়। মাত্রাবৃত্ত
ছন্দে ছোট্ট ঘটনা বা অনুভূতি প্রকাশের দারুণ
মাধ্যম। পড়ে নিন জাপানি কবি বাশো
(১৬৪৪-৯৪) এর হাইকু -
শীতের বৃষ্টি
বাঁদরও খোঁজ করে
একটা বর্ষাতির।
ব্রিটিশ ছড়াকার জন
ক্ল্যারিহিউ এর নামে চার লাইনের
ব্যাঙ্গাত্মক ছড়া যার ১ম লাইনে ব্যক্তির
নাম থাকে। মাত্রা সমান হতে পারে নাও
পারে। অন্ত্যমিল aabb.
ফারসি ছড়া চার লাইনের।
প্রতিটি লাইনের মাত্রা সমান। অন্ত্যমিল
aaba। স্রষ্টার স্তুতি বা গভীর জীবনদর্শন
এখানে ফুটে উঠে। সবচেয়ে উৎকৃষ্ট উদাহরন
হতে পারে ওমর খৈয়ামের কালজয়ী গ্রন্থ
রুবাইয়াত, যা আসলে একগুচ্ছ রুবাই এর
সংকলন। কেমন স্বাদ চেখে নিন-
হায়, যৌবনের আগুন নিভে গেছে কোন সময়!
এই জীবনের রসদ পৌছে গেলো শেষ সীমায়;
নাহ! কখনযে সবই মুছে হলো ম্লান নিরবে,
নেই অবশেষ; সবটা জুড়ে আছে স্মৃতি কথায়;
লেখকের নিজস্ব নিরীক্ষণ।
পাচ লাইনের। মাত্রা নির্দিষ্ট-২২,২৩ অথবা
২৪। অন্ত্যমিল abbca. যেকোন বিষয় নিয়ে
হতে পারে শর্ত ১ম লাইনে তার নাম থাকবে।
ইংরেজি সাহিত্যের জনপ্রিয় ব্যংগ ছড়া।
পাচ লাইনে। অন্ত্যমিল aabba. তবে বিশেষ
দিক হল a এর মাত্রার অর্ধেক হবে b এর
মাত্রা।
আরবি শব্দ মানে মিষ্টি। ছয়
লাইনের সংক্ষিপ্ত কবিতা। মুক্তক ছন্দে হতে
পারে অথবা ২+২+২ বা ৩+৩ অন্ত্যমিলে হতে
পারে।
রিডল ছড়া সাধারণত শিশুতোষ বা
ব্যাঙ্গাত্মক। সাত বা আট লাইনে যেখানে
জোড়ায় জোড়ায় অন্ত্যমিল থাকবে। কোন
বিষয়কে ১ম লাইন থেকে ইঙ্গিত দিয়ে দিয়ে
শেষ লাইনে তার নাম প্রকাশ করা হয়।
এছাড়াও অনেকে ত্রিপদী, চৌপদী,পঞ্চপদী
প্রভৃতি নামে লিখছেন। কেউ বা অণুকবিতা/
কাব্য/ছড়া শিরোনাম করছেন। আরো আছে
পাচ লাইনের বিশেষ মাত্রা বিন্যাসে গড়া
'তনকা'। চার চরণের (সাত মাত্রা প্রতিটিতে) ফিলিপিনো কবিতা "তানাগা"। নামকাব্য নামে(আট লাইনে)
নিরীক্ষণ করছেন বিশিষ্ট ছড়াকার আলম
সিদ্দিকী।
এভাবেই অনানুষ্ঠানিক,অপ্রাতিষ্ঠানিক ও
বিচ্ছিন্নভাবে ছোট কবিতার চর্চা চলছে।
ব্যাপকভাবে চলবেও। আমরা চাইলে কী
কবিতিকা নামে এদের পরিচিত করতে
পারিনা?
কবিতিকা অর্থ ক্ষুদ্র কবিতা। খোদ রবীন্দ্রনাথ শব্দটি ব্যবহার করেছেন। তার ছোট কবিতাগুলোকে তিনি কবিতিকা নামে অভিহিত করেছেন। কবিতিকা বলতে আমরা ১-৮ লাইনের শিরোনামসহ বা হীন, কাঠামোবদ্ধ বা ছাড়া কবিতাকে বোঝাচ্ছি।
কবিতিকার ক্ষুদ্র প্রয়াসের
মাধ্যমে আমরা এই আবেদন লেখক-কবি,
বোদ্ধা ও পাঠকের কাছে পৌছতে চাই।
[পরিমার্জিত]
No comments