'স্বল্পদৈর্ঘ্য: উত্তর আধুনিক ভাবনা' সংখ্যা উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের চিন্তাধারা || বাপ্পা আজিজুল || মানসলোক ||
'স্বল্পদৈর্ঘ্য: উত্তর আধুনিক ভাবনা' সংখ্যা উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের চিন্তাধারা
বাপ্পা আজিজুল
উত্তর আধুনিকতা দশক মানে না। দশকের শৃঙ্খলে সৃজনশীলতাকে আটকাতে চায় না। কবিকে রুখতে কিংবা রুধতে চায় না। তবু দশকের আলোচনা আমাদের সাহিত্য বিশ্লেষণে সহায়তা করে। নব্বইয়ের দশকে বাংলাদেশে উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের সূত্রপাত হয়। প্রচলিত পোস্টমর্ডানিজম নয়, স্থানীয় উত্তর আধুনিক চেতনা ও প্রবণতা। মূলত আধুনিকতাকে অতিক্রম করে যাওয়া। ঐতিহ্যে ফেরত যাওয়া। ঢাকা কেন্দ্রিক উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন দানা বাঁধে মূলত বেশকিছু ছোটকাগজ, কবি, চিন্তক ও সংগঠকের হাত ধরে। কবি ইশারফ হোসেন ও তাঁর সম্পাদিত 'সকাল' পত্রিকা এতে নেতৃত্ব দেয়। ঢাকার বাহিরে চট্টগ্রামে উত্থান হয় এজাজ ইউসুফীর 'লিরিক' গোষ্ঠীর যাদের সংযোগ ছিল পশ্চিম বাংলায়। এদিকে ঢাকার সাথে সাযুজ্য রেখে উত্তরের রাজধানী বগুড়ায় বেগবান হয় উত্তর আধুনিকতার তাত্ত্বিক ও আধ্যাত্মিক চর্চা। নেতৃত্ব দেন সাজ্জাদ বিপ্লব ও তাঁর সম্পাদিত 'স্বল্পদৈর্ঘ্য' ছোটকাগজ। তাতে প্রাণিত হন কবি খৈয়াম কাদের, আজিজ সৈয়দ, তৌফিক জহুর, সৈকত ইসলাম, অনন্ত সুজন, মাসুদ কামাল, এফ শাহজাহান, রহমান তাওহীদ প্রমুখ। সাজ্জাদ বিপ্লব এ শতকের শুরুতে (প্রকাশকাল: ২০.১০.২০০০) স্বল্পদৈর্ঘ্য'র 'উত্তর আধুনিক ভাবনা' সংখ্যা সম্পাদনা করেন। সাড়ে চার ফর্মার খালিশপুরের কাগজে একরঙা প্রচ্ছদে নান্দনিক একটি সংখ্যা এটি। এতে লিখেছেন কবি ও ভাবুক ফরহাদ মজহার, ড. মমতাজ আহমেদ, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইশারফ হোসেন, ফিরোজ আহমেদ, হোসেনুর রহমান, তৌফিক জহুর, হাসান দোহারি প্রমুখ। এছাড়া উত্তর আধুনিকতার খোঁজ-খবর শিরোনামে এ সংক্রান্ত প্রকাশিত সকল প্রবন্ধ, পত্রিকা ও পুস্তকের তালিকা দেয়া হয়েছে। 'কোলাজ: উত্তর আধুনিকতা' অংশে রবিউল হুসাইন ও আজফার হোসেন'র মতামত চিঠির আদলে তুলে ধরা হয়।
অধুনালুপ্ত স্বল্পদৈর্ঘ্য'র 'উত্তর আধুনিক ভাবনা' সংখ্যাটি সম্প্রতি 'মানসলোক' ওয়েবজিনের হস্তগত হয়েছে। উত্তর আধুনিক চেতনার চর্চার প্রেক্ষিতে 'মানসলোক' স্বল্পদৈর্ঘ্য'র এই সংখ্যার বাছাইকৃত কিছু লেখা পুনর্প্রকাশে আগ্রহী। চোখ রাখুন 'মানসলোক' এর ওয়েবপাতা, ফেসবুক পেইজ ও ফ্যানগ্রুপে।
No comments