বাপ্পা আজিজুল'র দশটি কবিতিকা || মানসলোক ||


 বাপ্পা আজিজুল'র দশটি কবিতিকা


১.

গণহত্যা

...


টেবিলের ওপর

একফোঁটা আমের রসকে ঘিরে

সহস্র পিঁপড়ার উদ্দাম নৃত্য-

ঔদ্ধত্য আস্ফালন

সহ্য হলো না; 

পিষে ফেললাম।


২.

বর্ষাবান

...


বরষের পরশ

তোমার কাছে উপভোগের!

স্ট্যাটাসের খোরাক-

বোশেখের পান্তাভাত।

আমি রোজ দুটো কাঁচালঙ্কা দিয়ে গিলি

এক হাঁটুজলে। 


৩.

সাম্রাজ্যবাদ

...


একান্নটি তারা

আকাশে ওড়াবে কারা?

ছেঁড়াদ্বীপে তুলবে

বদ্বীপের ভাড়া।


৪.

কম্প্রোমাইজ

...


মনন

হনন করে

সস্তা রমণ-

গঠন তো নয়ই

ষোল আনা দহন। 

যেমন-

           এফডিসি। 


৫.

ভোগবাদ

...


জিন্দেগির

বন্দেগী

মউতকে

মওকুফ করে না,

খউফ বাড়ায়

বুঝলে বেকুব!


৬.

এহসান

...

তোমারটুকু

নাও হাতে,

আমার যা ছিল

দিলেম সাথে। 


৭.

সেলিব্রেটি শো


সংকীর্ণ সরোবরে

বস্ত্র বর্জন

খেলনা নয়,

ফেলনা নয় হে ললনা!

তোমার আত্ম বিসর্জন। 


৮.

মনসা


সাপের মতো বাঁকা, দীর্ঘ

আলপথ হেঁটে

অবনমিত নিশানে

চিনলাম- তুই মনসা!

পূজো না পেলে ছারখার করবি

ছাপ্পান্ন হাজার বর্গমাইল।


৯. 

টি-টুয়েন্টি


সেদিনের টি-টুয়েন্টি ম্যাচ

তামিমের উইকেট পতন,

নিঃস্তব্ধ গ্যালারি,

গেইলের গ্যাংনাম,

একটি পুঁতিগন্ধময়

বাংলাদেশ।


১০. 

বাংলা বচন


ফ্রয়েডের প্রেতাত্মা খামচে

ধরেছে বসন,

বিবসনা হওয়ার অভিলাষী প্রলোভন

উপেক্ষা করা সত্যিই অশোভন।

আফটার অল, এটিই তো আদি ভূষণ।

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.