কবিতিকা.... লিখেছেন শুভাশিস পাল 'কবিতিকা' নামটি রবীন্দ্রনাথ এর দেওয়া। ছোট কবিতাকে তিনি এই নামে ডেকেছেন। আয়তনে ছোট হলেই যে কবিতিকা হবে তা কিন্তু নয়।দুলাইন মিলিয়ে দিয়ে অনেকেই অটোগ্রাফের খাতায় যাইহোক একটা কিছু লিখে দেন।শুধু মাত্র লিখে দিলেই কবিতিকা হবে না, সেটিকে আগে বিচার করে দেখতে হবে কবিতা হল কিনা। অটোগ্রাফের খাতায় যেগুলি কাব্য হিসেবে মজে যায় তাকেই কবিতিকা বলার রেওয়াজ। আসলে রবীন্দ্রনাথ নিজে অটোগ্রাফ দিতে গিয়ে দু এক লাইন লিখে দিতেন, তা যে অনবদ্য কবিতা হয়ে উঠত তা বলাই বাহুল্য। কবিতিকার উল্লেখ করে রবীন্দ্রনাথ স্পষ্ট কিছু না বললেও ছোট্ট কবিতা সম্পর্কে বলতে গিয়ে আসলে কবিতিকা সম্পর্কেই তাঁর মত ব্যক্ত করেছেন।তিনি 'লেখন' গ্রন্থের কবিতাগুলি সম্পর্কে(যেগুলি নিঃসন্দেহে কবিতিকা) বলেছেন--- "দু চারটে বাক্যের মধ্যে এক একটি ভাবকে নিবিষ্ট ক রে দিয়ে তার যে একটি বাহুল্য বর্জিত রূপ প্রকাশ পেত তা আমার কাছে বড়ো লেখার চেয়ে অনেক সময় আরো বেশি আদর পেয়েছে।...এই রকম ছোট ছোট লেখায় একবার আমার কলম যখন রস পেতে লাগল তখন আমি অনুরোধ নিরপেক্ষ হয়েও খাতা টেনে নিয়ে আপন মনে যা তা লিখেছি এবং সেই সঙ্গে পাঠকদের মন ঠাণ্ডা করবার জন্যে বিনয় করে বলেছি--- আমার লিখন ফুটে পথের ধারে ক্ষণিক কালের ফুলে, চলিতে চলিতে দেখে যারা তারা চলিতে চলিতে ভুলে। কিন্তু ভেবে দেখতে গেলে এটা ক্ষনিক কালের ফুলের দোষ নয়,চলতে চলতে দেখারই দোষ।যে জিনিসটা বহরে বড়ো নয় তাকে আমরা দাঁড়িয়ে দেখিনে,যদি দেখতুম তবে মেঠো ফুল দেখে খুশি হলেও লজ্জার কারন থাকত না।" রবীন্দ্রনাথ এর বহু কবিতিকা সদা স্মরনীয়।তাঁর --- বহুদিন ধ'রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু। এইটি সকলেরই জানা একটি কবিতিকা।তাঁর আর একটি প্রেমের কবিতিকা হল--- তুমি যে তুমিই ওগো সেই তব ঋণ, আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন। নারীর প্রতি পুরুষের চিরন্তন প্রেমের কবিতা এটি।মাত্র ১৪টি পদে বিশ্বভুবনের যে শাশ্বত প্রেমলীলার খেলা চলছে,তারই একটি ইঙ্গিত। অল্প কথায় হৃদয়ের চিরকালীন এত বড় কথাটি আর কোথাও অভিব্যক্ত হয়নি কোথাও। শুধু রবীন্দ্রনাথ নন,বহু কবিই 'কবিতিকা' রচনা করেছেন বা এখনো করে চলেছেন।অচিন্ত্যকুমার সেনগুপ্তের একটি কবিতিকা --- যে আলোক শিখা আজি ঊর্ধায়িত অন্তরের দীপে, কবিতার পথ ধরে নিয়ে যাক চিরন্তন সুন্দর সমীপে। বলা বাহুল্য প্রেমেন্দ্র মিত্র,বুদ্ধদেব বসু,শিবরাম চক্রবর্তী,জগদীশ ভট্টাচার্য প্রমুখ কবিরা প্রচুর কবিতিকা উপহার দিয়েছেন বাংলা সাহিত্যকে। কৃতজ্ঞতা: ★গৌতম জানা, সাক্সেস বাংলা।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments