ছড়াঃ ছুরিভীতি ।। বাপ্পা আজিজুল।।

 

ছুরিভীতি

বাপ্পা আজিজুল


রিমির হাতে চাকু,

নয়ত রিমি ডাকু।

মনটা নাকি তবু

করে আকুপাকু।

বসিয়ে দিতে ঘা,

ভাসিয়ে দিতে গা

রক্তের গঙ্গায়।

এমন শংকায়

চমকায় সে দেখলে কোন ছুরি

যেন তা আস্ত ভূতের পুরি।

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.