চট্টগ্রামে কবি সৈয়দ তারিকের সাথে আড্ডা || মানসলোক ||


উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন, চট্টগ্রামের উদ্যোগে আশির দশকের অন্যতম প্রধান কবি এবং সমকালীন বাংলা কবিতার আধ্যাত্মিক কণ্ঠস্বর, কবি সৈয়দ তারিক'র সাথে আনন্দঘন আড্ডা, কবিকণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠিত হল। রবিবার সন্ধ্যায় চকবাজার সালফি পাবলিকেশন্স এর বুক আউটলেটে অনুষ্ঠিত এ আড্ডায় কবি তাঁর ব্যক্তি জীবনদর্শন, আধ্যাত্মিকতা, সাহিত্যে বিশ্বাস ও আধ্যাত্মিকতার স্বরূপ, মার্ক্সবাদী আদর্শ ও সাহিত্য থেকে মরমী ও সুফিবাদী ধারায় প্রত্যাবর্তনের প্রেক্ষাপট-যৌক্তিকতা, আধুনিকতার সংকট ও উত্তর আধুনিকতার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। 

কবি আজিজ রাজ্জাক'র সঞ্চালনায় আড্ডায় আরও আলোচনা রাখেন দেয়াঙ সম্পাদক ও কবি মাহমুদ নোমান। উপস্থিত ছিলেন কবি নাসির বিন ইবরাহিম, কবি ও প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুম, কবি আলমগীর ইমন, কবি রমিজ উদ্দীন, কবি মিজবাহ রবিন, কবি শফিকুল আলম সবুজ, কবি শরীফ ওমর, কবি আমজাদ ইউনুস, কবি ইবনে হোসাইন, কবি মল্লিক মাহমুদ, আসাদ রিপন, আবদুল্লাহ আল হারুন, কামরুল ইসলামসহ আরও অনেকে। আড্ডায় সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক খোরশেদ মুকুল।

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.