বগুড়ায় অনুষ্ঠিত হল 'উত্তর আধুনিক সাহিত্য আড্ডা || মানসলোক ||
বগুড়ায় অনুষ্ঠিত হল 'উত্তর আধুনিক সাহিত্য আড্ডা'
২৯ নভেম্বর, ২০২১; উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন, বগুড়া কর্তৃক আয়োজিত 'উত্তর আধুনিক সাহিত্য আড্ডা' শহরের জলেশ্বরীতলাস্থ এপেক্স ভবনে অনুষ্ঠিত হয়। আড্ডায় মুখ্য আলোচক হিসেবে 'উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনে বগুড়ার ভূমিকা' শীর্ষক আলোচনা রাখেন উত্তর আধুনিক গবেষক, কবি আজিজ রাজ্জাক। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে আধুনিকতা, উত্তর আধুনিকতা; বাংলাসাহিত্যে উত্তর আধুনিকতার প্রচলন, বাংলাদেশে উত্তর আধুনিক আন্দোলন ও বিভিন্ন ধারা এবং এতে বগুড়া থেকে প্রকাশিত লিটলম্যাগ, স্বল্পদৈর্ঘ্য গোষ্ঠী ও কবিদের ভূমিকা নিয়ে তথ্যবহুল আলোচনা করেন।
'চিলেকোঠা' সম্পাদক ও কবি প্রতীক ওমরের সঞ্চালনায় আরও আলোচনা করেন ফোর আর আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ডা: রেজাউল করিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী। প্রাণবন্ত এই আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 'হামার টিভি' বগুড়ার প্রধান মোস্তফা মোঘল, এ্যাডভোকেট শামীম আরা জয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের বগুড়া প্রতিনিধি আব্দুল মোমিনসহ অনেকেই। উল্লেখ্য, হামার টিভির সৌজন্যে পুরো আড্ডাটি ফেসবুকে লাইভ করা হয়। ভিডিও লিংক এখানে শেয়ার করা হল।
https://www.facebook.com/hamartv2020/videos/910044089644122/
No comments