'কবি' জীবনোপন্যাসের জন্য CWRCS সম্মাননা পেলেন 'মানসলোক' সম্পাদক কবি বাপ্পা আজিজুল || মানসলোক ||
মহান একুশে গ্রন্থমেলা ২০২১ এ গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত 'কবি' জীবনোপন্যাসের (বায়োনভেলা) জন্য 'সেন্টার ফর রিসার্চ এন্ড কালচার স্টাডিজ' সম্মাননা পদক পেলেন উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের অন্যতম সংগঠক, কবি, কথাকার ও মানসলোক (ওয়েবম্যাগ) সম্পাদক বাপ্পা আজিজুল। সম্প্রতি বগুড়া শহরের 'বাংলাদেশ স্কাউটস ও রোভার' মিলনায়তনে আয়োজিত 'আলোচনা সভা ও সম্মাননা প্রদান' অনুষ্ঠানে ৫ জন গুণীজনকে সম্মাননা পদক প্রদান ও সংবর্ধিত করা হয়। পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- ১. ড. কামরুল ইসলাম, প্রফেসর, আরবী বিভাগ, কুইবি (অনুবাদ সাহিত্য) ২. কবি এ কে আজাদ (কবিতা) ৩. কবি বাপ্পা আজিজুল ('কবি' জীবনোপন্যাসের জন্য) ৪. কবি প্রতীক ওমর, সম্পাদক 'চিলেকোঠা' (লিটলম্যাগ সম্পাদনা ও প্রকাশনা) ৫. মো. আব্দুল ওয়াদুদ, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব, বগুড়া (সমাজসেবা)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এমদাদুল হক, সহকারি অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। সভাপতিত্ব করেন CWRCS এর আহ্বায়ক এফ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব আবুল কাশেম আমিন। সম্মাননা প্রদানের পাশাপাশি 'মানব কল্যাণে সাহিত্য-সংস্কৃতি চর্চা' শীর্ষক আলোচনায় বক্তারা স্ব স্ব বক্তব্য ও আলোচনা রাখেন।
No comments